দাম্পত্য জীবনে শেয়ারিং এর গুরুত্বঃ Matrimony in Bangladesh
জীবনসঙ্গীর মাঝে খুঁজে নিন আপনার সবচেয়ে ভালো বন্ধুকে।
স্বামী স্ত্রীর সম্পর্ক আরও সহজ ও স্বাভাবিক হয়ে যায় যখন তারা একে অপরকে বন্ধুর মতন ভাবতে শুরু করেন। আগেরকালে স্বামী স্ত্রীর মাঝে একটি দূরত্বের সম্পর্ক বিরাজ করলেও আধুনিক যুগের পাত্র পাত্রীরা বিয়ের সময় নিজের জীবন সাথী হিসেবে এমন কাউকে বেছে নিতে চান যার সাথে একজন কাছের বন্ধুর মতন সুখ দুঃখ ভাগ করে নেওয়া যাবে। ব্যস্ত জীবনে সবাই এখন নিজের জীবনসঙ্গীর মাঝেই একজন ভালো বন্ধু চায় যার কাছে নিশ্চিন্তে মনের কথা খুলে বলা যাবে।
জীবন সাথীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকলে তার সাথে সংসারজীবন যেমন স্বাচ্ছন্দ্যের হয়, তেমনি মনের কথা কাউকে বলতে পারার ফলে মানসিকভাবেও প্রশান্তি লাভ করা যায়। আপনি যখন আপনার স্বামী বা স্ত্রীর সাথে আপনার মনের কথা শেয়ার করবেন তখন সে নিজেকে আপনার জীবনে গুরুত্বপূর্ণ বলে মনে করবে। একই সাথে নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী আপনার কোন সমস্যা হলে তার সমাধান দেওয়ার চেষ্টা করবে।
স্বামী স্ত্রীর সম্পর্কের ভিত্তি যদি হয় বন্ধুত্ব তাহলে সংসারজীবনে একঘেয়েমি আসে না। দুইজনের মাঝেই একে অপরের প্রতি নির্ভরশীলতা গড়ে ওঠে। একজন আরেকজনের কাছে নিজের চিন্তা ভাবনা শেয়ার করা যায় বলে যেকোন বিষয়েই কথা বলা সহজ হয়ে যায়। সমস্যা যতো বড়ই হোক না কেন তা অন্যের থেকে গোপন করার মানসিকতা তৈরি হয় না। যেকোন সমস্যায় জীবনসঙ্গীকে পাশে পাওয়া যায়।
নিজেদের মধ্যে ভালো একটি বোঝাপড়া গড়ে উঠলে সম্পর্কের মাঝে কোন তৃতীয় পক্ষ প্রবেশ করতে পারে না। স্বামী স্ত্রী নিজেরাই যেহেতু নিজেদের মধ্যে সকল কথা শেয়ার করে তাই বাইরের কেউ পরিবারের গোপন কথা জানতে পারে না এবং কোন তথ্যর অপব্যবহার করতে পারতে না।
একটি সুস্থ দাম্পত্যজীবন নিশ্চিত করার জন্যে স্বামী স্ত্রীর মাঝে ভালো বোঝাপড়া থাকা অপরিহার্য। মনোবিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, যে সকল স্বামী স্ত্রী পরস্পরের সাথে বন্ধুসুলভ আচরণ করে তাদের মাঝে কলহ কম হয়। অপরদিকে যে সব স্বামী স্ত্রী নিজেদের মাঝে কথা শেয়ার করেন না তাদের মাঝে একে অপরের কাছ থেকে তথ্য গোপন করার মতন প্রবণতা দেখা দেয়। একে অপরের কাছে কথা শেয়ার না করার ফলে একজন আরেকজনকে নানা বিষয়ে সন্দেহ করা শুরু হয় যার ফলাফলে দুইজনের মাঝে প্রথমে দূরত্ব তৈরি হয় যার থেকে পরবর্তীতে দাম্পত্য কলহ এমনকি ডিভোর্স নেওয়ার মতন পরিস্থিতিরও সৃষ্টি হয়।
স্বামী স্ত্রী নিজেদের মাঝের সম্পর্ককে সুন্দর রাখার স্বার্থে একে অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।
We are best Matrimony site in Bangladesh . Please share your comment with us.