Bd Marriage Solution 15-Sep, 2020

মানবজীবণ প্রগতিশীল। প্রগতিশীল সমাজে ঠিকে থাকতে হলে,কাজের বিকল্প নেই।তাই ঠিকে থাকার তাগিদেই মানুষ দিন দিন ব্যস্ত হয়ে পড়েছে।তাই, এই ব্যস্তময় জীবনে কাজের ব্যস্ততায় কখন যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তার দিকে খেয়ালেই থাকে না।আবার অনেকের খেয়াল হলেও সময় হয়ে উঠে না নিজের জন্য পাত্র/পাত্রী খোঁজার। বিয়ে বেশি বিলম্বিত হলে নানান ধরনের সমস্যাও হতে পারে। মেয়েদের বয়স বেশি হয়ে গেলে চেহারার মধ্যে বিভিন্ন পরিবর্তন আসে। অনেকের চেহারার লাবন্য কমে যায়। আর ছেলেরা সাধারনত বেশি বয়সের মেয়েদের বিয়ে করতে চান না। অপরদিকে ছেলেরাও যদি বিয়ে করতে বেশি দেরি করে তখন তাদের মধ্যে বিয়ের আগ্রহ দিন দিন কমে যেতে থাকে। আর মেডিক্যাল সাইন্স এর মতে নির্দিষ্ট একটি সময় পার হওয়ার পর ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক বিভিন্ন জৈবিক চাহিদা সংক্রান্ত ব্যাপারে পরিবর্তন আসে। এক পর্যায়ে তারা বিয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আর আপনার এই সমস্যার সমাধানের লক্ষ্যেই, নয় বছর ধরে ম্যারেজ ম্যাচ বিডি এর পথ চলা। ম্যারেজ ম্যাচ বিডি আপনাকে দিচ্ছে ঘরে বসেই আপনার পছন্দের পাত্র/পাত্রী দেখার সুযোগ।আপনি আপনার মনের মত জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন ম্যারেজ ম্যাচ বিডি এর কাছে।এখানে আপনি পাচ্ছেন সকল প্রফেশন এর পাত্র/পাত্রীর প্রোফাইল বা বায়োডাটা। যেমন: ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার,পি.এইচ.ডি হোল্ডার,কলেজ শিক্ষক,সরকারি ও ব্যাসরকারি ব্যাংকার,মাল্টি ন্যাশানেল কোম্পানির কর্মকর্তা, ব্যাবসায়ী ইত্যাদি প্রায় সকল পেশায় নিয়োজিত পাত্র/পাত্রীর বায়োডাটা। এছাড়াও, আমাদের কাছে বাহিরে সেটেল এমন সিটিজেন যেমন : কানাডা, অস্ট্রেলিয়া, ইউ.এস.এ,ইউ.এ.ই,লন্ডন,ভিবিন্ন ইউরোপীয় দেশে বসবাসকারী পাত্র/পাত্রীর প্রোফাইল রয়েছে। এছাড়াও থাকছে প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম অনুসারে (হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিস্টান), এবং নিজ নিজ জেলায় পাত্র/পাত্রী খোঁজার সুযোগ। তাছাড়াও, আমাদের এখানে আছে বিধবা, বিপত্নীক, শর্ট ডিভোর্ড, সিংগেল ফাদার,সিংগেল মাদার এর অসংখ্য প্রোফাইল।তাই, ম্যারেজ ম্যাচ বিডি হতে পারে, আপনার জীবন সঙ্গী খোজাঁর এক মাত্র মাধ্যম।প্রত্যেক মাসেই আমারা ২/৪ টি বিয়ে সমপন্ন করে থাকি।আমরা অফলাইন এবং অনলাইন দুই দিক দিয়েই সেবা দিয়ে থাকি।তাই আর দেরি না করে, আপনার মনের মত জীবণ সঙ্গী খুঁজে পেতে আজি আমাদের সাথে যোগাযোগ করুন। অথবা ইমেইল করুন, marriagematchbd@gmail.com

Read More Content From this Link : Does Social Media Ruin Marriages ?

Related Post